মিয়ানমারের বিভিন্ন শহর এবং উপশহর থেকে পালিয়ে শত শত নাগরিক প্রতিবেশি থাইল্যান্ডের সীমান্তের দিকে ছুটছেন।
থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের জাতিগত মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন কিছু এলাকায় এই নাগরিকদের ঢল শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কয়েক দশক ধরে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত দেশটির বিদ্রোহীগোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) একজন কর্মকর্তা বলেছেন, কেএনইউ নিয়ন্ত্রিত ভূখণ্ডে প্রায় এক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। রেফুজিদের আশ্রয় দিতে সবাই প্রস্তুত।
ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে মিয়ানমারের সাধারণ নাগরিকরা।
এখন পর্যন্ত সেই আন্দোলনে সামরিক বাহিনীর গুলিতে ২১৭ জনের মৃত্যু হয়েছে।
বড় শহর ইয়াঙ্গুনসহ বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে মার্শাল ল।