ভারতের প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাঙালি মুখপাত্র

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম বাঙালি মুখপাত্র হলেন অরিন্দম বাগচি। তিনি বর্তমান মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের স্থলাভিষিক্ত হলেন। শ্রীবাস্তব হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তরবিভাগ (নেপাল ও ভুটান) যুগ্মসচিব। এই পদেই ছিলেন অরিন্দম। এক বছর আগেই অনুরাগ মুখপাত্র হন।

সরকারিভাবে মন্ত্রণালয় থেকে এ ঘোষণা না হলেও সরকারি সূত্রের বরাতে সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

এর আগে তিনি ক্রোয়েশিয়ায় রাষ্ট্রদূত, শ্রীলঙ্কায় উপহাইকমিশনার এবং মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী সচিবালয়ে কাজ করেন। তিনি কিছুদিন কলকাতায় ছিলেন। তবে তার স্কুল ও কলেজ জীবন কেটেছে দিল্লিতে। তার পিতা আসাম ক্যাডারের আইএএস ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের ঠিক আগে অরিন্দমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র করা হলো। বাগচি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সার্ভিসে ১৯৯৫ সালে যোগ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.