ভ্লাদিমির পুতিনকে খুনি বলায় খেপেছেন এরদোয়ান

ভ্লাদিমির পুতিনকে খুনি বলায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
বাইডেনের এই মন্তব্য ‘অগ্রহণযোগ্য’ এবং ‘একজন প্রেসিডেন্টের জন্য যথাযথ নয়’ বলে জানিয়েছেন এরদোয়ান।

এর আগে গত বুধবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে মন্তব্য করেন বাইডেন।
পরে বাইডেনের মন্তব্যের জবাবে পুতিন বলেন, ‘রতনে রতন চেনে’ অর্থাৎ পরোক্ষভাবে বাইডেনকেই খুনি বলে খোটা দিয়েছেন তিনি।’

পুতিনের মতো এরদোয়ানও ভালোভাবে নেননি বাইডেনের ওই মন্তব্য।
তিনি সাংবাদিকদের বলেন, ‘একজন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এমন মন্তব্য মানায় না।’
বাইডেনের মন্তব্যের ‘স্মার্ট” এবং ‘যথাযথ’ জবাব দেয়ার জন্য পুতিনের প্রশংসাও করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও তুরস্ক ন্যাটোর সদস্য।
সে হিসেবে তারা একে অপরের মিত্র।
তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বললেও এরদোয়ানের সঙ্গে এখনও কথা বলেননি বাইডেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.