আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্বর্ণ ও রুপার দাম ওঠা-নামা করে।
তাইতো আন্তর্জাতিক বাজারে আরেকধাপ স্বর্ণ ও রুপার দাম কমায় ভারতের নতুন করে দাম কমলো স্বর্ণ-রুপার।
এমসিএক্স সূচকে ১০ গ্রাম স্বর্ণ ফিউচার্সের দাম ০.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪,৯০৪ রুপি।
রুপার পতন আরও বেশি, এক কেজি রুপার দাম এক শতাংশ কমে হয়েছে ৬৭,১০০ রুপি।
জানা গেছে, গত সেশনে সোনার দাম ০.৩ শতাংশ বেড়েছিল।
আর ০.৭ শতাংশ উত্থানের সাক্ষী ছিল রুপা।
এইচডিএফসি সিকিউরিটিজ বলছে, এমসিএক্স সূচকে ৪৫,২০০ বা ৪৫,৬০০ রুপিতে বাধা পাবে ১০ গ্রাম স্বর্ণ।
আপাতত সোনার দাম রেকর্ড দরের থেকে ১১,০০০ রুপির মতো কম আছে।