ইয়েমেনের হাউথি গোষ্ঠী সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আরামকো’র একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, শুক্রবার (১৯ মার্চ) রিয়াদে আরামকোর একটি স্থাপনায় ছয়টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।
তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন ও ইয়েমেনের ওপর ওই জোটের নিপীড়নমূলক অবরোধের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। যত দিন আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা না হবে তত দিন ক্রমবর্ধমান হারে এ রকম প্রতিশোধমূলক হামলা চলবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইয়েমেন থেকে রিয়াদের বিমান পথের দূরত্ব ১০২৪ কিলোমিটার এবং ইয়েমেনের নিকটতম সীমান্ত থেকে রিয়াদের দূরত্ব ৮৫০ কিলোমিটার। ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের গত ছয় বছরের কঠোর অবরোধ ও আগ্রাসন সত্ত্বেও ড্রোন প্রযুক্তিতে এতটা উন্নতি করেছে যে, এত দীর্ঘ দূরত্ব অতিক্রম করে তারা রিয়াদে ড্রোন পাঠিয়ে সফল হামলা চালাচ্ছে।
এর আগে সোমবার (১৫ মার্চ) ইয়েমেনের হাউথি গোষ্ঠী সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের ‘আবহা’ আন্তর্জাতিক বিমান বন্দর ও ‘কিং খালিদ’ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। দুটি স্থাপনাই সৌদি আরবের দক্ষিণে অবস্থিত।
হাউথি বিদ্রোহীরা এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। ওই ঘটনায় সৌদি আরবের জ্বালানি তেলের উৎপাদন অর্ধেকে নেমে আসে। হামলার কারণে দুটি প্লান্টের দৈনিক ৫৭ লাখ ব্যারেলের তেল উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় রিয়াদ, যা একদিকে দেশটির মোট উৎপাদনের অর্ধেক আবার অন্যদিকে বৈশ্বিক গড় উৎপাদনের ৫ ভাগ।
সূত্র: পার্সটুডে