৪ মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ ভারতে

ভারতে প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৪১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৯৫৩।
গত ২৯ নভেম্বরের পর এই সংখ্যা সর্বোচ্চ।

নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় বেশ কিছু রাজ্যে পুনরায় স্কুল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া গণসমাবেশ, অন্যান্য নিষেধাজ্ঞাসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলায় লকডাউনের বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৮৪।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৫৮ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৮৮ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.