ডেনমার্কে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেয়ার পর একজনের মৃত্যু

ডেনমার্কে অ্যাস্ট্রাজেনেকার করোনাটিকা গ্রহণের পর দু’জনের দেহে তীব্র প্রতিক্রিয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, একটি হাসপাতালের দু’জন কর্মী সম্প্রতি টিকা নিয়েছিলেন।
এর মধ্যে একজনের শরীরে রক্ত জমাট বেঁধে যায় এবং অন্যজনের দেহে সেরেব্রাল রক্তক্ষরণের ঘটনা ঘটে।
রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর সেখানকার একটি হাসপাতালের দু’জন কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।
তারা প্রায় দুই সপ্তাহ আগে টিকা গ্রহণ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.