বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান মাহবুব উল আলম হানিফের

নেতিবাচক রাজনীতি করায়, গণতন্ত্রের কথা বলার আগে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হানিফ বলেন, এখনো যারা এদেশের উন্নয়ন মানতে পারে না, তারা পাকিস্তানের অনুসারী। বিএনপির নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন জিল্লুর রহমান উল্লেখ করে তিনি বলেন, জিল্লুর রহমান ছিলেন বলিষ্ঠ নেতৃত্ব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.