পরিচয় থেকে প্রেম।
প্রেম থেকে পরিণয়।
দাম্পত্য জীবনে আড়াই বছর পার করে ফেলেছেন এ তারকা দম্পতি।
বয়সে ছোট নিক জোনাসকে বিয়ে করে বেশ সুখেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া।
তার বিভিন্ন সাক্ষাৎকার থেকে এমনটাই জানা গেছে।
বয়সের পার্থক্য কখনো তাদের দাম্পত্য জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি।
বরং দাম্পত্য জীবন বেশ উপভোগ করছেন তারা।
কিন্তু তাদের প্রেমের শুরুটা খুব সহজ ছিল না।
এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা।
তিনি জানান, নিক যখন তাকে মেসেজ পাঠাত তখন ওকে একেবারেই পাত্তা দিতেন না প্রিয়াঙ্কা। গুরুত্ব দিতেন না তার মেসেজের।
অভিনেত্রীর ভাষায়, ‘সত্যিই বইয়ের কভার দেখে আমি বইটা জাজ করেছিলাম।
আমার তখন ৩৫ বছর বয়স। আমি বিয়ে করতে চাই, সন্তানের মা হতে চাই।
আর নিকের বয়স ২০। ও কী চায়, তাও জানতাম না। ফলে প্রথম দিকে ওকে একেবারেই পাত্তা দিইনি।’
মার্কিন গায়ক নিকের সঙ্গে আলাপ শুরুর পর প্রিয়াঙ্কা বুঝতে পারেন, তার স্বপ্ন নিয়ে ভাবতেন নিক। তার সাফল্যে খুশি হতেন। এভাবেই গুরুত্ব পেতে থাকে নিক জোনাস।