যশোরে যাত্রীবাহী বাসে সাড়ে চার কেজি সোনাসহ দুইজন আটক

যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে সাড়ে চার কেজি ওজনের ১৩টি সোনারবারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (২০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি’র অধিনয়াক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রীকে তল্লাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় ১৩টি সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম। যার বাজারমূল্য তিন কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।

আটককৃতরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মণ্ডলের ছেলে আক্তার হোসেন মণ্ডল ও সদর উপজেলার হোগলাডাংগী গ্রামের আব্দুল গণি মিজির ছেলে হোসেন মিজি।

তিনি আরো জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে সোনারবারগুলো ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে মাওয়া ফেরি ঘাটে নিয়ে আসে তারা। এরপর শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহন বাসে উঠেছিল।

আটককৃত সোনারবারসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.