ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত নারীদের ছেঁড়া জিনস পরা নিয়ে মন্তব্য নিয়ে গোটা ভারতজুড়ে কড়া সমালোচনা শুরু হয়েছে।
সোশাল মিডিয়ায় ‘হ্যাশট্যাগ রিপড জিনস’ লিখে একের পর এক পোস্ট হতে শুরু করে। জিন্স যত মলিন, যত দুর্দশাগ্রস্ত, ফাটাছেঁড়া, শরীর দেখানো, তত যেন তার কদর। কারণ ততটাই জোরালো সেই জিন্সের প্রতিবাদের ভাষা।
নারীদের ছেঁড়া জিন্স পরার প্রবণতাকে কটাক্ষ করে মঙ্গলবার (১৬ মার্চ) বিতর্কিত মন্তব্য করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিংহ। ‘কাঁচিতে আমাদের সংস্কৃতিও কাটছে’ বলে ছেঁড়া জিন্স পরে নগ্ন হাঁটু প্রদর্শনের সমালোচনা করেছিলেন তিনি।
দেহরাদুনে সরকারি এক অনুষ্ঠানে তার সাম্প্রতিক অভিজ্ঞতার কথা জানান তিনি। কিছুদিন আগে বিমানসফরে এক নারীর সঙ্গে পরিচয় হয় মুখ্যমন্ত্রীর। দুই সন্তানের মা ওই নারী ছেঁড়া-ফাটা জিন্স পরেছিলেন। কৌতূহলী মন্ত্রী ওই নারীকে তার পেশার কথা জিজ্ঞাসা করেছিলেন। জবাবে ওই নারী তাকে জানান, তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান।
ঘটনাটি উল্লেখ করে মন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এই ধরনের নারী যদি সমাজে বেরোন এবং মানুষের কাছে তাদের সমস্যার কথা জানতে যান, তবে সমাজকে এরা কী শিক্ষা দেবেন? কী উদাহরণ প্রতিষ্ঠা করবেন সমাজের সামনে? নিজের সন্তান বা আগামী প্রজন্মকেই বা কী শিক্ষা দেবেন?’ ছেঁড়া জিন্সে নগ্ন হাঁটু প্রদর্শনে ভারতীয় সংস্কৃতির অপব্যবহার হচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘কাঁচিতে তো সংস্কৃতিও কাটছে’।
জয়া বচ্চন বলেন, আজকে এই সময়ে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী হয়ে এমন মন্তব্য করেন কী করে? পোশাক দেখে আপনি বিচার করবেন কে সংস্কৃতিবান আর কে অপসংস্কৃতির শিকার? আপনাদের এই মনোভাবের কারণেই দেশে নারীদের অপমান করতে, তাদের সঙ্গে অপরাধমূলক আচরণ করতে সাহস পায় অপরাধীরা।
শনিবার (২০ মার্চ) বিকেলে সকলের উদ্দেশ্য ক্ষমা চেয়ে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা আমার কথায় আহত হয়েছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, ‘ছেঁড়া জিনস যারা পরেন তাদের নিয়ে আমার কোনও আপত্তি নেই।’
সূত্র: আনন্দবাজার।