বিদেশি দর্শকদের টোকিও অলিম্পিকে নিষেধাজ্ঞা

মহামারী করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে এবার বিদেশি দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক।

শনিবার অলিম্পিক আয়োজক কমিটি এক বিবৃতিতে জানায়, বিদেশি নাগরিক যারা অলিম্পিক ও প্যারালিম্পিকের টিকেট কিনেছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ, টোকিও গভর্নর ইউরিকো কোয়িকেসহ পাঁচ পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৩ জুলাই নতুন সূচিতে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞটি। যেখানে শেষ হবে ৮ অগাস্ট। প্যারালিম্পিক শুরু হবে ২৪ অগাস্ট, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে গত বছর টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল। তবে বিশ্বজুড়ে ভয়াবহ করোনা দেখা দিলে আসরটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। স্থগিত করা হয় প্যারালিম্পিকও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.