আর দু’দিন পরেই ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইসরায়েলি।
দুই বছরের কম সময়ের মধ্যেই দেশটিতে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি এবং করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে গত বছরের জুলাই থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে।
একই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা কঠোর লকডাউনেরও বিরোধিতা করছে সাধারণ মানুষ।
ইসরায়েলি দৈনিক হারিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে প্রায় ২০ হাজার মানুষ বিক্ষোভ করেছে।
গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।
পতাকা নাড়িয়ে, স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা।
এ সময় ‘বিবি (নেতানিয়াহুর ডাক নাম বিবি) বাড়ি ফিরে যাও বলে স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের।