ছেঁড়া জিন্স নিয়ে ভারতের উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের মন্তব্যের বিরোধিতা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।
সেই মন্তব্যের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাফপ্যান্ট পরা একটি ছবি টুইটারে শেয়ার করে কটাক্ষ করলেন তিনি।
প্রিয়াঙ্কা গান্ধীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, আরএসএসের পুরনো পোশাক সাদা জামা ও খাকি হাফ প্যান্ট পরে আছেন নরেন্দ্র মোদি, নিতিন গডকড়ি ও মোহন ভাগবত।
এই ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কার খোঁচা, ‘হে ঈশ্বর! এদের হাঁটু দেখা যাচ্ছে তো!’
উল্লেখ্য, সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন তিরথ সিং রাওয়াত।
গত মঙ্গলবার রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের একটি কর্মশালায় তিনি বলেন, ‘ছেঁড়া জিন্স পরে স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছেন নারীরা।
এটা দেখে বিস্মিত হয়েছি। এই ধরনের নারী সমাজে গিয়ে সমস্যার সমাধান করলে কী বার্তা পৌঁছাবে শিশুদের কাছে? মূল্যবোধ ঘরে শেখাতে হয়।
কী ধরনের সংস্কার! ছেঁড়া জিন্সে হাঁটু দেখা যাচ্ছে। এটা কি ভালো?’
তিরথ সিংয়ের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় নারীরা ছেঁড়া জিন্স পরে ছবি দিয়ে প্রতিবাদ করেছেন।
সমালোচনায় সরব হয়েছেন জয়া বচ্চনও।