থাইল্যান্ডের সেনাবাহিনী মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে চাল সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। শনিবার থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, স্বাভাবিক বাণিজ্যের অংশ এটি।
এদিকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় চেপে বসে সেনাবাহিনী।
ওই ঘটনার পর থেকে সে দেশে সেনাবিরোধী বিক্ষোভ চলছে।
বিক্ষোভকারীদের বলপ্রয়োগ করে দমিয়ে রাখার অপচেষ্টার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছে মিয়ানমার সেনাবাহিনী।