জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখনো প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
তবে এতে বেশকিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ৯ মিনিট।
ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় মিয়াগির উপকূলীয় এলাকা।
আকস্মিক ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ।
ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে তারা। অনেকেই আশ্রয় নেয় উঁচু স্থানে।
দেশটির আবহাওয়া দফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৬০ কিলোমিটার গভীরে। ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই তা প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।