২০২১ সালের হজ প্রটোকল ঘোষণা সৌদির

দুনিয়াজুড়ে করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২০২১ সালের হজ প্রটোকল ঘোষণা করেছে সৌদি আরব।
এতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে এ বছর শুধু ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন।

অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে।
এছাড়া সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনা ভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

প্রটোকলে বলা হয়েছে, সৌদিতে পৌঁছানোর পর হজ যাত্রীদের ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে।
সেখানে আবারও তাদের পিসিআর টেস্ট করা হবে।
এতে নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন শেষ হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.