করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১২ কোটি ৩৮ লাখ ছাড়িয়েছে

দুনিয়াজুড়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১২ কোটি ৩৮ লাখ ছাড়িয়েছে।
বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৯২০।
এর মধ্যে ২৭ লাখ ২৭ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার ১৮৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা।
এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে।
চীনের বাইরে করোনার প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।
এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.