করোনার প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, শস্য দানা ও প্রাণীর রোগব্যাধি বাড়বে।
আর এতে করে বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা।
এমন আশঙ্কার কথাই জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএও।
রোববার রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির করা জরিপে বলা হয়েছে বিশ্বব্যাপী আড়াই বিলিয়ন বা ২৫০ কোটির বেশি মানুষ কৃষিখাতের সঙ্গে জড়িত।
এদের আবার বেশির ভাগেরই বাস স্বল্প আয় ও উন্নয়নশীল দেশে এবং এসব মানুষ তাদের জীবন মানোন্নয়নের জন্য এই কৃষির ওপরই বেশি নির্ভরশীল।
কৃষির বাইরে এমন আর কোনো খাত নেই যে খাত এত বড় সুবিধা বা চ্যালেঞ্জের মুখে পড়েছে।