পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন।
নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ করেছে বিজেপি।
দলটির সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোববার এ ইশতেহার প্রকাশের ঘোষণা দেন। বিজেপির এই ইশতেহারের নাম ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, এদিন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সভা করেন অমিত।
সেখান থেকে যান কলকাতায়। নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের ব্যাপক উন্নয়নের পাশাপাশি রেশনে ১ রুপিতে গম, ৩ রুপিতে লবণ এবং ৫ রুপিতে চিনি দেয়ার ঘোষণা দিয়েছে অমিত শাহের দল।
দেয়া হয়েছে প্রতিটি পরিবারের অন্তত একজনের চাকরির প্রতিশ্রুতিও।
পাশাপাশি রয়েছে তরুণদের দক্ষতা অর্জনের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা।