পশ্চিমবঙ্গে ১ রুপিতে গম, ঘরে ঘরে চাকরির অঙ্গীকার বিজেপির

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন।
নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ করেছে বিজেপি।
দলটির সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোববার এ ইশতেহার প্রকাশের ঘোষণা দেন। বিজেপির এই ইশতেহারের নাম ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, এদিন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সভা করেন অমিত।
সেখান থেকে যান কলকাতায়। নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের ব্যাপক উন্নয়নের পাশাপাশি রেশনে ১ রুপিতে গম, ৩ রুপিতে লবণ এবং ৫ রুপিতে চিনি দেয়ার ঘোষণা দিয়েছে অমিত শাহের দল।
দেয়া হয়েছে প্রতিটি পরিবারের অন্তত একজনের চাকরির প্রতিশ্রুতিও।
পাশাপাশি রয়েছে তরুণদের দক্ষতা অর্জনের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN