মিয়ানমারে আটক বিবিসির সাংবাদিক মুক্তি পেলেন

মিয়ানমারে আটক হওয়া বিবিসির বার্মিজ ভাষা বিভাগের প্রতিবেদক অং থুরাকে মুক্তি দেওয়া হয়েছে।

আজ সোমবার বিবিসির পক্ষ থেকে তার মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি।

গত ১৯ মার্চ রাজধানী নেপিডতে কোর্ট ভবনের বাইরে কাজ করার সময় বিবিসির সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। এ সময় সাদা পোশাকধারীরা স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিমার সাংবাদিক থান টিকে অংকেও ধরে নিয়ে যায়। এ মাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে বার্মিজ কর্তৃপক্ষ।

গত ১ ফ্রেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দেশটির পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্সও বাতিল করেছে সামরিক বাহিনী।

ওই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন। ওই বিক্ষোভে জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছে।

সবশেষে খবরে বলা হচ্ছে, সেখানে বহু মানুষ সহিংসতা থেকে বাঁচতে শহর ছেড়ে পালাচ্ছেন এবং রাস্তায় অনেক যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিক্ষোভকারীরা রাস্তায় যেসব ব্যারিকেড দিয়েছে, সেগুলো সরাতে পুলিশ লোকজনকে বাধ্য করছে বলেও অভিযোগ উঠেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.