কথিত চীনা চাপের মুখে সিনোফার্ম করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে শ্রীলংকা।
ন্যাশনাল মেডিসিন রেগুলেটরি অথরিটি (এনএমআরএ) এই অনুমোদন দেয়।
রাজ্যের উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণ মন্ত্রী অধ্যাপক চান্না জয়সুমানা তা জানান।
ওই টিকা অনুমোদনের জন্য মানসিক চাপ সইতে না পেরে পদত্যাগ করেন এনএমআরএর প্রধান।
এর কয়েকদিনের মধ্যেই ওই টিকার অনুমোদন মিলল।
ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, এনএমআরএর প্রধান তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্যে খুশি ছিলেন না।
এছাড়া সিনোফার্ম বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি এখনও।
শ্রীলংকা প্রাথমিকভাবে সিনোফার্মের টিকা নিতে আগ্রহী ছিল না।
দেশটি শুধু কোভিশিল্ডের ওপরই নির্ভর করতে চেয়েছিল।
কলম্বোতে অবস্থিত চীনা দূতাবাস জানুয়ারি থেকে তাদের টিকিা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল।
জনসম্মুখে তারা বিবৃতি প্রদান করছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাদের টিকা আসবে এবং অনুমোদন পাওয়া যাবে।