ইসরায়েলে আজ (মঙ্গলবার) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে বেশ চাপের মুখেই আছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
রাজনৈতিক টানাপোড়েনের কারণে দেশটিতে মাত্র দুই বছরের মধ্যে চারবার পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে।
এর আগে গত ডিসেম্বরে জোট সরকারে ভাঙন ধরেছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার লিকুদ পার্টির জনপ্রিয় এখনও আছে এবং নেতানিয়াহু তার জয়ের ব্যাপারে এবারও আশাবাদী।
যদিও সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগে তার প্রতি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
নির্বাচনের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনের বাইরে এক বিক্ষোভে হাজারো মানুষ বিক্ষোভ করেছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি এবং করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে গত বছরের জুলাই থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে।
একই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা কঠোর লকডাউনেরও বিরোধিতা করছে সাধারণ মানুষ।