পাঁচ কেজি কম ওজনের অথবা ১০০ ফুটের কম উচ্চতায় উড্ডয়ন সক্ষম ড্রোন কোনো প্রকার অনুমতি ছাড়াই বিনোদন হিসেবে গ্রিন জোনে ওড়ানো যাবে।
তবে পাঁচ কেজির বেশি ওজনের অথবা ১০০ ফুটের বেশি উচ্চতায় উড্ডয়ন সক্ষম ড্রোন ওড়াতে হলে বয়স কমপক্ষে ১৮ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমানের হতে হবে।
ড্রোন তৈরি এবং সংযোজন, নিবন্ধন ও চালকের প্রত্যয়নের বিষয়সহ অঅনুমোদিতভাবে ড্রোন পরিচালনা করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমানের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।