রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন।
তবে তিনি কোন টিকা নিয়েছেন তা জানাননি। এমনকি প্রেসিডেন্টের টিকাগ্রহণের কোনো ছবিও প্রকাশ করেনি ক্রেমলিন।
বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট দফতর কিছুটা ‘লুকোচুরি’ করছে।
প্রেসিডেন্ট দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ প্রেসিডেন্ট পুতিনের বরাত দিয়ে জানিয়েছেন, রাশিয়ার তিনটি ভ্যাকসিনই নির্ভরযোগ্য এবং কার্যকর।
দ্বিধায় না পড়ে দ্রুত সকলকে টিকা নেয়ার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট।
বিশ্বে প্রথম রাশিয়ায় মহামারি করোনাভাইরাস প্রতিষেধক টিকা বাজারে আনে।
টিকা উদ্ভাবনের পর গত বছরের ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, তিনি নিজ দেশে উদ্ভাবিত টিকা ‘স্পুতনিক-৫’ নেবেন।
তবে সেসময় তিনি টিকাগ্রহণের তারিখ বা সময় জানাননি।