বাংলাদেশে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে : জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার

বাংলাদেশ অসাধারণ উন্নয়ন অর্জন করেছে এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেশটিতে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার।

এক লিখিত বার্তায় বাংলাদেশ নিয়ে এমন চমকপ্রদ মন্তব্য করেছেন জর্মানির প্রেসিডেন্ট। মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার সপ্তম দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই বার্তা পড়ে শোনান।

বার্তায় জার্মানির প্রেসিডেন্ট আরও বলেন, উদ্ভাবনী উন্নয়ন নীতি ও কৌশল গ্রহণ করে বাংলাদেশ স্পষ্টভাবে দারিদ্র্য হ্রাসে সফল হয়েছে।
বাংলাদেশের শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি এবং উদার মানবিক সম্পৃক্ততা বিশেষ করে স্বদেশ ভূমি থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়দানকে বিশ্ব অত্যন্ত মর্যাদা দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.