মন্দা কাটাতে চক্রাকার ঋণ চুক্তি করছে উড়োজাহাজ প্রস্তুতকারী সংস্থা বোয়িং

করোনা মহামারীর কারণে একটা দীর্ঘ সময় বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল।
পরে তা ধীরে ধীরে চালু হলেও ফেরেনি স্বাভাবিক অবস্থায়।
ফলে মন্দার কবলে পড়েছে মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী সংস্থা বোয়িং করপোরেশন।
ফলে এ মন্দা কাটিয়ে উঠতে নতুন করে ভাবতে হচ্ছে সংস্থাটিকে।
আর এজন্য প্রতিষ্ঠানটি ৫২৮ কোটি ডলারের চক্রাকার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, নিয়মিত কিস্তিতে ঋণের কিছু অংশ পরিশোধ করার এবং একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বারবার ঋণ নেয়ার সুযোগ থাকে।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ৪০০ থেকে ৬০০ কোটি ডলার চক্রাকার ঋণের জন্য কয়েকটি ব্যাংকের কাছে প্রস্তাব দিয়েছিল বোয়িং।

সিটিগ্রুপ, জেপি মরগান চেজ ব্যাংক, বোফা সিকিউরিটিজ ও ওয়েলস ফার্গো সিকিউরিটিজ একসঙ্গে এই চক্রাকার ঋণের জোগান দিচ্ছে।
চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৯ মার্চ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.