ব্রাজিলে করোনাভাইরাসের একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটিতে নতুন করে ৩ হাজার ২৫১ জন এ মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ব্রাজিলে করোনা সংক্রমণের শুরু থেকে দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো জনস্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ ও লকডাউনকে প্রত্যাখ্যান করে আসছেন।
তিনি হৃদরোগবিশেষজ্ঞ ডা. মারসেলো কোয়েরোগাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার সেই আদেশে স্বাক্ষর করেন।

এর আগে এই দায়িত্ব পালন করে আসছিলেন সেনা কর্মকর্তা এদুয়ার্দো পাজুয়েলো, জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা না থাকায় তার অনেক সমালোচনা ছিল।
কোয়েরোগা পাজুয়েলোর স্থলাভিষিক্ত হবেন।
তিনি ব্রাজিলিয়ান সোসাইটি অব কার্ডিওলজির (এসবিসি) প্রেসিডেন্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.