সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিদ্বেষ এবং করোনা নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ফ্রান্সের একটি আদালতে এই মামলা করেছে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর.এস.এফ।
মামলার এজাহারে বলা হয়, মামলায় অভিযোগ করা হয়েছে, ভ্যাকসিন ষড়যন্ত্র তত্ত্ব-সহ করোনা নিয়ে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে ফেসবুক।
এছাড়া ফেসবুকের বিরুদ্ধে ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো, টেলিভিশন অনুষ্ঠান কুওটিডিয়েন এবং আঞ্চলিক সংবাদপত্র এল’ইউনিয়নকে নিয়ে অপমানজনক এবং হুমকিমূলক বহু পোস্ট করার অভিযোগ এনেছে আরএসএফ।