করোনায় আক্রান্ত অভিনেতা আমির খান

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা পরীক্ষায় পজেটিভ আসায় নিজ বাড়িতে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন।

‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকার মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা আমির খান।

এই অভিনেতার মুখপাত্র আক্রান্তের খবর নিশ্চিত করে বলেন, আমির খানের কোভিড-১৯ পজেটিভ।
তিনি মুম্বাইয়ের বান্দ্রা’তে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।
মেনে চলছেন সব রকম বিধি-নিষেধ। আর তিনি ভালো আছেন।

ভারতীয় গণমাধ্যম মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আরও জানায়, এর মধ্যে যারা আমির খানের সংস্পর্শে এসেছিলেন তাদেরও করোনা পরীক্ষার করার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।

এদিকে ফিল্ম ফেয়ার জানায়, আমির খানের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের পর অভিনেত্রী কিয়ারা আদভানিও কোভিড-১৯ পরীক্ষা করতে দিয়েছেন।
কারণ তারা কয়েকদিন আগেই একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.