আইসল্যান্ডের ফাগরাডালসফজাল আগ্নেয়গিরি ৮০০ বছর পরে জেগে উঠেছে ১৯ মার্চ। সেখানে এক যুবককে দেখা গেল শুয়োরের মাংস ও ওমলেট রান্না করতে তিনি বেছে নিয়েছেন লাভাস্রোতকে।
ভিডিওতে একটি প্যানে রান্না চাপাতে দেখা যাচ্ছে তাঁকে।
কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে শেষ পর্যন্ত সেই রান্না আর হয়ে ওঠেনি।
আস্ত প্যানটিকেই গিলে খেয়ে নেয় লাভার আগুন।
তবে এখনও পর্যন্ত এর থেকে স্থানীয় জনতাদের তেমন ভয়ের কিছু নেই বলেই মনে করা হচ্ছে।
লাভা অবশ্য ছড়িয়ে পড়েছে প্রায় ২০০টি ফুটবল মাঠের সমান আয়তন এলাকায়।
আকাশ হয়ে উঠেছে টকটকে লাল।