চীনের বিরুদ্ধে তিন পরাশক্তির নিষেধাজ্ঞা

চীনের উইঘুর মুসলমানদের বিরুদ্ধে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ করার জন্য চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা।
সোমবার ২২ মার্চ এক বিবৃতির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের জন্য বেশ কয়েকটি পশ্চিমা দেশ চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে।
যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.