করোনায় কাহিল ভারতের জন্য আরও দুঃসংবাদ নিয়ে এসেছে করোনার নতুন ধরণ। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির সাধারণ মানুষের মধ্যে।
ভারতের ১৮টি রাজ্যে করোনাভাইরাসের একটি নতুন ‘ডাবল মিউট্যান্ট’ পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এগুলোর সঙ্গে রাজ্যগুলোতে সংক্রমণ বৃদ্ধির সম্পর্ক আছে কি না- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
গত ২৫ ডিসেম্বর জাতীয় স্তরে ১০টি নমুনা পরীক্ষাগারকে নিয়ে জেনোমিক্স বা জিনগত গঠন সংক্রান্ত ভারতীয় সার্স-কভ-২ সংগঠন ‘ইনসাকগ’ গড়ে তোলে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
শুরু থেকেই সংগঠনটি কোভিড-১৯ ভাইরাসের জিনগত গঠন ও এই ভাইরাসের মিউটেশন বিশ্লেষণ করছে। ভাইরাসের জিনগত গঠনের সঙ্গে মহামারি ছড়িয়ে পড়ার প্রবণতাও রয়েছে। তবে বিভিন্ন ভাইরাসের জিনগত রূপান্তর একটি স্বাভাবিক ঘটনা এবং এ ধরনের ঘটনার প্রমাণ প্রায় সব দেশেই মেলে।