ফেসবুকের মাধ্যমে চীনের বাইরে থাকা উইঘুর সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি করতে চীনা হ্যাকাররা চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে ফেসবুক।
তবে ফেসবুক জানায়, হ্যাকারদের এসব অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।
ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, এসব হ্যাকাররা ক্ষতিকর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সাংবাদিক ও কর্মীদের ডিভাইসে অনুপ্রবেশ ও দূর থেকে নজরদারি করতে চেয়েছিল।
এসব সাইবার হামলার অধিকাংশই সরাসরি ফেসবুকে ঘটেনি তবে ক্ষতিকর ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে ফেসবুক ব্যবহার করা হয়েছিল।
উইঘুররা চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের অধিবাসী।
হ্যাকারদের লক্ষ্যবস্তু যেসব উইঘুর ছিলেন তারা তুরস্ক, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাস করছেন।