সৌদি আরবে যাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে

সৌদিতে বেশ কিছু পেশার মানুষের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে।
দেশটিতে মে মাসের মাঝামাঝি থেকে সেলুন, রেস্টুরেন্ট, ক্যাফে এবং খাবারের দোকানের কর্মীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
সৌদির পৌর ও পল্লী বিষয়ক এবং আবাসন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিদিন অনেক মানুষ এসব পেশার লোকজনের সংস্পর্শে আসেন।
তাদের মধ্যে কেউ আক্রান্ত হলে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সে কারণেই জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করে এবং সংক্রমণের গতিরোধ করতে সেলুন, ক্যাফে, রেস্টুরেন্ট এবং বিভিন্ন খাবারের দোকানের সঙ্গে সংশ্লিষ্ট লোকজকে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনতে চাচ্ছে কর্তৃপক্ষ।

এসব পেশার কেউ যদি সরকারি নির্দেশনা অনুযায়ী সময় মতো ভ্যাকসিন গ্রহণ না করেন তবে তাদের প্রতি সপ্তাহে একবার পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। মঙ্গলবার ক্রিয়া ও পরিবহন মন্ত্রণালয়ও একই ধরনের নির্দেশনা জারি করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.