ভারতের প্রধানমন্ত্রী মোদীর আসন্ন বাংলাদেশ সফর আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করেন একটিভিস্ট আমজাদ আইয়ুব মির্জা।
তিনি বলেন, এই সফর প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি অপরাজেয় অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে পারে।
আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফর করবেন নরেন্দ্র মোদী।
করোনার কারণে গত ১৫ মাস মোদী অন্য কোনো দেশ সফর করেননি।
বাংলানিউজে প্রকাশিত এক মতামত কলামে মির্জা লেখেন, মোদী করোনার বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, যার জন্য বিশ্ব তার প্রচেষ্টার প্রশংসা করছে।
তিনি বলেন, ভারত সফলভাবে টিকা উৎপাদন করছে এবং বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ করছে।
প্রতিবেশী দেশগুলোকে উপহার হিসেবেও টিকা পাঠাচ্ছেন মোদী।
ভারত শুধু ‘প্রতিবেশী প্রথম’ নীতি প্রচার করে না, এটার চর্চাও করে।
এমনকি চির শত্রু পাকিস্তানকে টিকা দিতেও দ্বিধা করেনি ভারত।