ইউরোপজুড়ে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মারাত্মক অবস্থায় পৌঁছালেও অ্যাস্ট্রাজেনেকা তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় চরম হতাশা প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসিউলা ভন ডার লিয়েন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অ্যাস্ট্রাজেনেকা থেকে ভ্যাকসিন কেনার যে চুক্তি করা হয়েছিল তার চেয়ে সরবরাহ অনেক কম।
তিনি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রিটিশ-সুইডিশ যৌথ মালিকানার এ প্রতিষ্ঠানের ভ্যাকসিন রপ্তানি স্থগিত করে দেয়া হবে যতক্ষণ না অ্যাস্ট্রাজেনেকা ইউরোপীয় ইউনিয়নে তাদের প্রতিশ্রুত ভ্যাকসিন সরবরাহে যে ঘাটতি রয়েছে তা পূরণ না করবে।