নিজ দেশে ফিরে ২১ দিনের কোয়ারেন্টাইন শুরু করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও তার সফরসঙ্গীরা।
এর আগে তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন।
বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ভুটানের প্রধানমন্ত্রীর অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে পার্কিং করা গাড়িতে চড়ে লোটে শেরিং তার জন্য নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছান। একইভাবে তার সফরসঙ্গীদেরও কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়।
প্রধানমন্ত্রীর অফিস আরও জানায়, আগামী ২১ দিন ভুটানের প্রধানমন্ত্রীর সব সরকারি কাজ ও অনুষ্ঠান ভার্চুয়ালি পরিচালিত হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে লোটে শেরিং ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে ঢাকা সফর করেছেন।