শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ ও একশ মাদ্রাসা বন্ধের ঘোষণায় দেশটির মুসলিমদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মানবাধিকার কর্মীরা মনে করছেন, সংখ্যালঘু মুসলমানদের ওপর চাপ সৃষ্টি করতেই দেশটির সরকার বোরকা নিষিদ্ধ ও ১শ মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে।
২৭ বছর বয়সী গৃহবধূ আমেনা (ছদ্মনাম) ডয়েচে ভেলেকে জানায়, সরকারের এই সিদ্ধান্তে তিনি হতাশ।
দিন দিন মুসলমানদের অবস্থা খারাপ হচ্ছে। সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
তিনি আরো জানান, আমরা পরিবার নিয়ে দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তার স্বামী অন্য দেশে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছেন।
দেশের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই দেশ ত্যাগ করবেন।