ঢাকায় অঘোষিত কারফিউ জারি করে সরকার জনগণকে বাদ দিয়েই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এ দিনে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের যে অবস্থা, এটা আমাদের কারো কাছে প্রত্যাশিত নয়।’
তিনি বলেন, ‘প্রতিবেশীসহ সব দেশের সঙ্গেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেওয়া যায় না।’
শুক্রবার দুপুর ১২টার দিকে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দলের পাঁচ নেতা ফুল দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।