‘অন্যায় করলে আমাকে থাপ্পড় মারুন’

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ শনিবার সকাল থেকে রাজ্যের ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে।
আগামী এক মাসেরও বেশি সময়ে মোট আট ধাপে ২৯৪ আসনে ভোটগ্রহণ হবে। আগামী ২ মে চূড়ান্ত ফলাফল জানা যাবে।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জনসভা করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে নিয়ে যতটা না কথা বলেছেন তার চেয়েও বেশি নিজেকেই যেন কটাক্ষ করলেন।

খেলা হবে বিজেপি খালি হবে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলে তারা নাকি ধামাকা করবে।
এতবড় সাহস ওদের।
তাদের বিরুদ্ধে এ বারের খোলাটা মা-বোনদেরই খেলতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.