আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা পণ্ড করতে গতকাল ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি এর পৃষ্ঠপোষক।’
শনিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
এসময় সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফল হয়েছে উল্লেখ করে এতে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন দায়সারা এবং লোক দেখানো আনুষ্ঠানিকতা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে।’