কানাডায় ছুরিকাঘাতে নিহত ১

কানাডায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয় সময় শনিবার ভনকুয়েভারের উত্তরাঞ্চলের একটি পাবলিক লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। খবর রয়টার্সের।

দ্য রয়াল কানাডিয়ান মাউনটেড পুলিশ (আরসিএমপি) বিভাগ জানিয়েছে, নর্থ ভনকুয়েভারে একটি লাইব্রেরির ভেতরে এবং বাইরে ‘‘বেশ কয়েকজন” ছুরিকাহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে এ ঘটনায় একজন জড়িত এবং তাকে আটক করা হয়েছে।
আর কেউ জড়িত আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

জরুরি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অ্যামি রবার্টসন বলেন, ‘ছুরিকাঘাতে আহত ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে।’
তবে তাদের শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে পারেননি তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.