মোদির বাংলাদেশ সফর নিয়ে মমতার কড়া সমালোচনা

পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে তার ভিসা বাতিলের দাবি জানান তিনি।

সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় মমতা এসব মন্তব্য করেন।

মমতার অভিযোগ, বাংলাদেশ সফরে এসে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকন্দিতে মোদির মন্দির পরিদর্শনের মূল কারণ হচ্ছে তাদের সমর্থন আদায়।
এ সময় ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে অংশ নেয়ায় বাংলাদেশের অভিনেতা ফেরদৌসের ভিসা বাতিল করার প্রসঙ্গ টেনে আনেন মমতা। ফেরদৌসের ভিসা বাতিল করা হলে মোদির কেন করা হবে না- এমন প্রশ্ন তোলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.