আড়াই হাজার বছরের পুরনো একটি ‘তাওরাত’ কিতাবের সন্ধান

স্বর্ণের শিলালিপিসহ প্রায় আড়াই হাজার বছর আগের একটি ‘তাওরাত’ কিতাব বা ঐশী গ্রন্থ উদ্ধার করেছে তুরস্কের পুলিশ।

শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশ থেকে এটি উদ্ধার করা হয়।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ওই প্রদেশে দুটি সন্দেহভাজন গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ।
এরপর একটি গাড়ি থেকে ‘তাওরাত’র পাণ্ডুলিপিটি উদ্ধার করা হয়।
আসমানি এই কিতাব ২০০০ থেকে ২৫০০ বছরের পুরনো।

প্রাচীন এই নিদর্শনটি গাড়ির পেছনে একটি ব্যাগে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ছিল। ব্যাগ তল্লাশি করে হ্যান্ড গ্লাভস পরে পুলিশ স্বর্ণের পাণ্ডুলিপিটি বের করে নিয়ে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত।

তাওরাত বা তোরাহ হচ্ছে হিব্রু ভাষায় লিখিত ধর্মগ্রন্থ। ইসলাম ধর্মমতে, নবী মুসা (আ.)-এর ওপর সৃষ্টিকর্তার তরফ থেকে অবতীর্ণ আসমানি কিতাব এটি।

নবী মুহাম্মদ (সা.)-এর আগমনের মধ্য দিয়ে ইসলামের আবির্ভাব হলে ‘তাওরাত’ এ ধর্মে রহিত হয়ে যায়।
তবে, বর্তমানে ইহুদীদের ধর্মগ্রন্থ এটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.