আবারও ধুলোর চাদরে ঢেকে গেল রাজধানী বেইজিং

দুই সপ্তাহের ব্যবধানে আবারও ধুলোর চাদরে ঢেকে গেছে চীনের রাজধানী বেইজিং। মঙ্গোলিয়া ও চীনের উত্তরাঞ্চল থেকে আসা বাতাস এই ধুলো বয়ে এনেছে।
ফলে রোববার সকাল সকাল থেকে শহরটি ঘন ধুলোর কুয়াশায় ঢেকে গেছে।

প্রবল ধুলোর কারণে শহরের দৃষ্টিসীমা হ্রাস পেয়েছে।
রাস্তায় ধুলো ওড়ার কারণে পথচারীরা তাদের চোখ ঢেকে রাখতে বাধ্য হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ৩৯ বছর বয়সী ফ্যান বলেন, ‘এটি আজ বেশ গুরুতর।
প্রতি মাসেই এক বা দুদিন এরকম হচ্ছে।’

রোববার সকালে বেইজিংয়ের বায়ুর মানের সূচক সর্বোচ্চ ৫০০তে পৌঁছেছে।
ফলে কিছু জেলায় পিএম১০ নামে পরিচিত উড়ন্ত কণার মাত্রা দাঁড়িয়েছে প্রতি কিউবিক মিটারে ২ হাজার মাইক্রোগামে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.