শুধু প্রতিষেধক নিলে হবে না, মেনে চলতে হবে দূরত্ব বিধি।
তাহলেই ঠেকানো সম্ভব হবে করোনাকে।
ভারতের করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে রোববার মন কি বাত অনুষ্ঠানে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, করোনার প্রকোপ ঠেকাতে দুই বিষয়ে সতর্ক হতে হবে।
ভারতে নতুন গতিতে যে ভাবে কভিড সংক্রমণ ছড়াচ্ছে, তাতে নতুন করে মহামারির আশঙ্কা দেখা দিয়েছে।
সেই পরিস্থিতিতেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, ‘বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া চলছে দেশে ।
উত্তরপ্রদেশের জৌনপুরে ১০৯ বছরের এক নারী প্রতিষেধক নিয়েছেন।
১০৭ বছরের এক নারী প্রতিষেধক নিয়েছেন দিল্লিতে।
আমাদের বুঝতে হবে যে, ওষুধ যেমন প্রয়োজনীয়, তেমনই জরুরি বিধি নিষেধ মেনে চলাও।’’ করোনার বিরুদ্ধে লড়াই ভারত গোটা বিশ্বকে পথ দেখিয়েছে বলেও রবিবার মন্তব্য করেন মোদি।