নার্সদের আন্দোলন ফলপ্রসূ হবে না

2015_11_08_15_27_04_8Oejvw4MrPwmtuJDA9FNaOnAEXyyOs_original (1)স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বেকার নার্সদের আন্দোলন ফলপ্রসূ হবে না। যারা আন্দোলন করছেন তারা অহেতুক করছেন।’

রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘বোনমেরু ট্রান্সপ্লান্ট’ এর গত দুই বছরের সাফল্যের অংশ হিসেবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংশ্লিষ্ট বিভাগ।
এতে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসির) মাধ্যমেই নার্সদের নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে ১২ হাজার নার্স পরীক্ষাও দিয়েছেন।’

উপস্থিত সাংবাদিক মন্ত্রী জানান, গত দু’বছরে একুশ জনকে বোনমেরু ট্রান্সপ্লান্টের মাধ্যমে সফল চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে চারজন নারীর আর ১৭ জন পুরুষ। এখন তারা সম্পূর্ণ সুস্থ।
তিনি জানান, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশে এসব চিকিৎসায় সাফল্য অজর্ন করেছেন।

নাসিম বলেন, ‘গত ২০১৪ সালের মার্চে আমি বোনমেরু ট্রান্সপ্লান্ট বিভাগের উদ্বোধন করি। আমাদের ডাক্তাররা বিভিন্ন জায়গা থেকে রোগী সংগ্রহ করে এখানে চিকিৎসা দিচ্ছেন। এই চিকিৎসা সম্পূর্ণ করতে আমাদের দেশে ৬ লাখ টাকার মতো খরচ হয়। একই চিকিৎসা দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুর-আমেরিকায় করলে ৩৫/৪০ লাখ টাকা লাগবে এবং পার্শ্ববর্তী ভারতেই এর চিকিৎসার করতে ১৫/২০ লাখ টাকা লাগে।’

মন্ত্রী আরো বলেন, ‘গরিব রোগীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যতটুকু সাহায্য করা লাগে তা করবে।’ এছাড়া সমাজের বিত্তবান লোকদের রোগের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমএ খান এবং ঢামেক হাসপাতালের পরিচালক ব্রেগেডিয়ার জেনারেল মিজানুর রহমান মিজান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.