গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
তার পরের দিন, রোববার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা এ দফায় অবশ্যই কমপক্ষে ২৬টি আসনে জয়লাভ করবেন এবং মোট ২০০ আসনে জিতে তারা এ রাজ্যে ক্ষমতায় আসবেন।
অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে এবার শান্তিপূর্ণ ভোট হয়েছে।
একটিও প্রাণহানি হয়নি। এটা আগামীদিনের জন্য খুব ভালো খবর।
ভোটের পরে আমি রাজ্য ও জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি।
তাতে আমি বলতে পারি, প্রথম দফার ৩০টির মধ্যে ২৬টি আসনই জিতব।’