রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি স্বর্ণসহ দুই ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রাইস কুকারের ভেতর স্বর্ণ নিয়ে আসছিলেন ওই দুই জন।
কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বুধবার সকাল ৯টার দিকে এ সব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টম হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ওই দুই ব্যক্তি স্বর্ণের বারগুলো টুকরো টুকরো করে রাইস কুকারে ভরে নিয়ে আসছিলেন।
তবে আটকদের নাম জানাননি তিনি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।